বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চন্দননগরে জগদ্ধাত্রী শোভাযাত্রা, সরাসরি সম্প্রচারিত হল অত্যাধুনিক আলোর খেলা

Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ২০ : ২৪Riya Patra


মিল্টন সেন,হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন মানেই বিখ্যাত শোভাযাত্রা। আলোর শোভাযাত্রা। বড় লরিতে সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমা। সঙ্গে থাকে আরও একাধিক লরি। সেগুলিতে থাকে আলোর নানান কারসাজি। সোমবার শোভাযাত্রা প্রসঙ্গে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেছেন, কেন্দ্রীয় পুজো কমিটির অন্তর্ভুক্ত মোট পুজো বারোয়ারি সংখ্যা ১৭৭ টি। যদিও সব পুজো কমিটি শোভাযাত্রায় অংশ গ্রহণ করে না। এবছর শোভাযাত্রায় অংশগ্রহণ করছে ৬৯ টি বারোয়ারি। বাকি ১০৮ টি বারোয়ারী তাঁদের প্রতিমা নিরঞ্জন শুরু করেছেন সকাল থেকেই।

প্রতিমা নিরঞ্জন চলেছে চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত মোট ১৪ টি ঘাটে। এর মধ্যে প্রধান তিনটি ঘাট চন্দননগরের রানীঘাট, শিববাটি ঘাট এবং ভদ্রেশ্বরের শ্রীমণি ঘাট। এবারের শোভাযাত্রায় মোট ২৪৫ টি লরি থাকছে। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বারোয়ারী পিছু সর্বোচ্চ চারটি লরি ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। যাদের জুবিলী রয়েছে, শুধু মাত্র তাঁদেরই চারটি লরি ব্যবহার করার অনুমোদন রয়েছে। বাকি বারোয়ারিদের জন্য দুটো অথবা তিনটে। তবে অধিকাংশ বারোয়ারি দুটো, তিনটে লরি ব্যবহার করেছে। একাধিক বারোয়ারি একটি লরিতে প্রতিমা আলো সহকারে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। পুজো চলাকালীন বারোয়ারির তরফে লরি গুলিকে আলো দিয়ে সাজানোর কাজ চলেছে।

সোমবার সন্ধে ৭ টা নাগাদ শোভাযাত্রা শুরু হয়ে চলবে ভোর রাত পর্যন্ত। এদিন সকাল থেকেই যারা শোভাযাত্রায় অংশ নিচ্ছেন না এমন বারোয়ারীর তরফে শুরু হয়েছিল প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। বেলা গড়াতেই ধীরে ধীরে উদ্যোক্তারা প্রতিমা নিয়ে গঙ্গার ঘাটের দিকে এগোতে শুরু করেন। বিকেলের দিকে শুরু হয় নিরঞ্জন পর্ব। লাইন দিয়ে একের পর এক প্রতিমা নিরঞ্জন হতে থাকে গঙ্গায়। সন্ধে সাড়ে ছটা নাগাদ শুরু হয় বহু প্রত্যাশিত চন্দননগরের সেই বিখ্যাত শোভাযাত্রা। নম্বর অনুযায়ী সুশৃঙ্খল ভাবে এগোতে থাকে দু থেকে তিনটি লরিতে বিশাল বিশাল আলোকসজ্জা। সঙ্গে বিশাল উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমাও এগিয়ে যান শোভাযাত্রা রুট ধরে। শোভাযাত্রার প্রথম নম্বরে ছিল বড়বাজার, তার পেছনে হাটখোলা নোনাটোলা, দৈবকপাড়া, বেশোহাটা ইত্যাদি বারোয়ারী পর পর এগিয়ে যেতে থাকে। স্ট্যান্ড রোড থেকে শুরু হয়ে শোভাযাত্রা এগোতে থাকে উর্দিবাজারের দিকে। সেখান থেকে লক্ষ্মীগঞ্জ বাজার, সর্ষেপাড়া, পঞ্চানন তলা, তালডাঙ্গা, পালপাড়া রোড, বিদ্যালঙ্কা, বাগবাজার, জিটি রোড হয়ে রথের সড়ক জ্যোতি মোড়। এভাবে শহরকে প্রদক্ষিণ করে শোভাযাত্রা। 


আলোর শহরে জগদ্ধাত্রী শোভাযাত্রা মানেই থাকবে চমক। এবছরও অন্যথা হয়নি। চমক ছিল। সোমবার, দশমীর সকাল থেকেই পুজো উদ্যোক্তাদের দাবি ছিল এই বছর শোভাযাত্রায় আলোর চমক থাকবে একেবারে অনন্য। চন্দননগর শোভাযাত্রা ও বিসর্জন উপসমিতির চেয়ারম্যান মানব দাস দাবি করেছিলেন, এবছরই প্রথম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং গ্রাফিক্স এর কম্বিনেশনে আলোর জগতে উন্মুক্ত হতে চলেছে নতুন দিগন্ত। আর সেই দৃশ্য সামাজিক মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সরাসরি দেখবেন। তিনি বলেছিলেন, চন্দননগর নয়, ইংরেজিতে 'চান্দেরনগর সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি' র ফেসবুক পেজে এই অভিনব আলোর জাদু সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি সম্প্রচার হবে চন্দননগর স্ট্যান্ড এবং তালডাঙ্গা এই দুই এলাকা থেকে। কার্যত তা হয়েছে। বিশাল লরিতে বড় লাইটের তৈরি হাঁস। সে আবার মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। এছাড়া চলমান টম জেরি, কাঠবেড়ালি সহ আলোর তৈরি নানান রকমের চলমান আকৃতি ফুটে উঠেছে। আর সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে অগণিত মানুষের ভিড় দুপুর থেকেই অপেক্ষারত অবস্থায় দেখা গেছে।
ছবি পার্থ রাহা।


# Jagadhatri Puja# Jagadhatri Puja 2024#Chandannagar Jagadhatri Puja 2024#Jagadhatri Puja Bisarjan



বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর

ঘুষ নিচ্ছে পুলিশকর্মী, অভিযোগ পেয়ে হোটেল থেকে তাকে ধরলেন তৃণমূল বিধায়ক ...

'ডিজিপি পুলিশ মেডেল' পেলেন মুর্শিদাবাদে কর্মরত তিন পুলিশ অফিসার ...

পরকীয়ার কাঁটা তিন মাসের কন্যা, খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা...

দু' বছর আগেই ছড়িয়েছিল প্রতারণার জাল! ট্যাবের টাকা হুগলি থেকে পৌঁছেছিল উত্তর দিনাজপুরে...

দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য এগারোটি গ্রাম দত্তক নিয়েছেন এই শিশু চিকিৎসক ...

'তামাক মুক্ত সমাজ চাই', সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের...

দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব, ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা ...

দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...

দু’‌একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...

পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে ঘটে গেল বিপদ, আগুনে ঝলসে গেল চার শিশু...

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, একযুগ পরে আবার বসল বন্ধু পাতানোর মেলা...

বাবা-মায়ের বিচ্ছেদ, মানসিক অবসাদে আত্মঘাতী মেয়ে ...

চুপিচুপি জড়ো হয়েছিল ডাকাতি করতে, হানা দিয়ে বড় সাফল্য পুরুলিয়ার পুলিশের...

'গরুর ডাক্তারের কাছে যান', রোগ সারাতে পরামর্শ চিকিৎসকের, সুপারের কাছে নালিশ রোগীর ...

বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি...



সোশ্যাল মিডিয়া



11 24